মডেল
- রুদ্র রহমান

যেদিকেই চাই শুধু মডেলের ছবি
ওদেরই আশেপাশে মিলে নাহি কবি,
বর্ণিলের জামাটার রঙচঙে ভাব
মনে জাগে গাছে উঠে পেড়ে খাই ডাব ।
চারপাশে ঘোরে কত ফুটো হিরোইন
এতকিছু দেখে যেন উবে চলে নিন !
বর্ণিলের পিছে পিছে ছোটে কত টাকা,
আমাদের জোটে নাতো হাত থাকে ফাঁকা ।

পথে মডেল, ঘাটে মডেল সব পূর্ণ,
শান্ত মানুষের মন ফেটে হয় চূর্ণ ।
মডেলের রুপ দেখে জিভে ওঠে ঝাল
ফেমাসের পিছু ছুটে ওঠে শুধু ছাল ।
বাহিরের ঝিকিমিকি বোঝা নাহি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।