রংবাজ
- রুদ্র রহমান
আমার এক বন্ধু আছে নাম রিফাত,
সহসাই মাথা ঘুরে হয়ে পড়ে কাত।
খেলাতে ভুলেই মারে কখনো বা চার,
ওর মত চাপাবাজ চোখে মেলা ভার।
ফেসবুকেতে সময় নষ্ট করে রোজ,
এদিকে পড়াশোনার নাই কোন খোঁজ।
খোকার এমনিতেই নেই কোন কাজ,
ওটা আর কিছু নয় পাকা রংবাজ।
মানুষের জীবনেতে কেন এত কষ্ট,
মাঝে মাঝে প্রাণ যেন করে চলে নষ্ট।
জীবনের এই যুদ্ধে হেরোনা রে কেউ,
দেখবে সলিল বেগে দিবে দোলা ঢেউ।
আমার কথা শুনে মেরোনা হাতে তালি,
কর দিয়ে চোখে মুখে ছুড়ে দিব বালি!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।