থার্টিফাস্ট নাইট
- রুদ্র রহমান
খ্রিষ্টানরা করছে থার্টিফাস্ট নাইট,
অনেকে চোখ বুঁজে করে চলে ফাইট!
বিজাতীয় আলোতে মুসলিমরা ঝুঁকে,
ধর্ম ক্যান্সারে তারা মরছে ধুঁকে ধুঁকে!
এইভাবে যায় মাস কেটে চলে দিন,
আঁখি খুলে থার্টিফাস্ট ভালো করে চিন!
এই রাতে পাপাচারে লিপ্ত হয় জাতি,
তৃষ্ণার অনলে যেন ফেটে চলে ছাতি।
বিজাতীয় সংস্কৃতির ছোঁয়ায় দেশ,
ধবংসের দ্বারেই ঝুঁকে পড়েছে বেশ।
নিজের সংস্কৃতি সাহসে মেনে চলি,
অপরের লোভে কেন সদা মোরা টলি?
থার্টিফাস্ট মেনে আর করিওনা ভুল,
নইলে হারাবে তুমি সবকটি কূল।।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।