মৃত্যু‬ কূপ
- রুদ্র রহমান

তৃষিত কূপে মেলিয়া মৃত্যু
ফাঁদ, উবে গেল এক
ফুটন্ত কীট!

কীট! শুনে চোখ কপালে
ওঠার কিছুই নেই! এটাই
এ অযাচিত পৃথিবীর চরিত্র ।

সূর্যকিরণ আর পতিত হইবে না,
সেই জননীর কোলে ।
আসিবে না সেই সুশীতল আভাস।

মদখোর! সালা, মাতাল!
মন্ত্রী, কি খেয়েছিলি কাল?
কোন কোম্পানির?
দেশি না বিদেশী?
কি বলিস তোর হুস
নেই! এটা কি তোর
মামার বাড়ি? যে জীবন
নিয়ে খেললি এক ফুটন্ত
গোলাপের!

নরকের সেই কূপ, এখনো
আছে পোঁতা সেই বসতিতে।
নেই, শুধু একটি মুখ, নেই
শুধু একটি হাসি!
এজন্য, মন্ত্রীর গলায়
উঠবে কি ফাঁসি????

আরে, বেটা এত বকিস কেন?
কলম কি মাগনা পেয়েছিস!
মন্ত্রীর নামে কটাক্ষ!
তোর শাস্তি......

মৃত্যুদণ্ড!!!

.........................

আরও, একটি লাশ পড়বে এ নরকে!
বেলোয়ারি হাসিতে
মুখরিত হবে চত্বর।

কিন্তু, এ নরকের যাতনা!
আরও, কতদিন?
কত ঘন্টা?আর কত
সেকেন্ড?

গরীব হয়ে জন্ম নেয়া কি
তবে সেই যুগান্তকারী পাপ!!



‪‎প্রশ্ন‬ রেখে গেলাম বিধাতার
কাছে???


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।