কুললক্ষ্মী মন
- রুদ্র রহমান
কুললক্ষ্মী মন-
মন বড়ই পিয়াসী।
ধুমকেতুর মত হঠাৎই উবে
সেই যে ডুবে! আর খোঁজ
মেলেনা তার এ নরকে।
উত্থান পতনের বাধাগ্রস্ত
জীবনে, সফলতা কিছু
সময়ের জননী, বাকি সবই
তারকাঁটা ।
হাইভোল্টেজ বেগে ফেঁপে ওঠে
হৃদরোগ, এ আবার আবুল!
কিছুই বোঝেনা। কখন যে কি
চায়? কুললক্ষ্মী মন।
বদ্ধাক্ষর রূপকথার জালে
বাধা এ জীবন।
ইউরেনাস হতে নেমে আসছে
বলয়ের সেই আলোর তীর্যক দৃষ্টি,
কিন্তু, পৃথিবীর এই দূষিত মনে
সেই আলো ঢোকার কোন
সামর্থ্য নেই।
একিভুত করণ সম্ভব নয়!
ওহে,
পিয়াসার সুধাসদন!
অতিথির বেশ ধরে কাটিবে
সুধা!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।