যৌবন!
- রুদ্র রহমান
হায়রে, পিয়াসা-
এ দহন অতৃপ্ত,
অনাবিল আবেগে উচ্ছ্বাসিত।
কামনা বাসনা
লীলায়িত বুদবুদের মত
এক জলন্ত অগ্নি পিন্ড!
অবারিত নিকষ আলিঙ্গনে
মুখরিত সপর্শকাতর অনু,
পরমানু। আলোচিত সময়ে
পা বাড়িয়ে পদদলিত এই
যৌবনের পিয়াসার বেড়ি।
আকর্ষণে শোভিত প্রচ্ছদ
মোহনীয় রুপে ফুটিয়ে
তুলেছে আকুলতা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।