মাঝে মাঝে আমরা দূরে গেলেও সরে
- অরুণ কারফা
মাঝে মাঝে আমরা দূরে গেলেও সরে
অমোঘ টানে ছেলের কাছে আসি ফিরে
বেশ কিছুটা যেমন আকাশেতে নীল
ভাসিয়ে দিলেও ডানা দুইখানা
দিগন্তে দিগন্তে করেও আনাগোনা
যতই না শুনুক মেঘের হাসি খিলখিল,
গাছের কোটরে খাওয়াতে তার ছানাকে
শ্যেনদৃষ্টি দিয়ে সে শিকার একখানাকে
খুঁজে বের করে ঠিক নিয়ে আসে চিল।
পেটের দায়ে ডাইনে বা বাঁয়ে
যখন যেদিকে দুচোক্ষু যায়
দৌড়াই মরীচিকাতেও দেখে সলিল;
কিছু কুড়ায়ে উপার্জন করে
পেলেই ফিরে আসি আমরা ঘরে
নক্ষত্র যে করে ঘর জুড়ে ঝিলমিল;
যেখানে ভালবাসার ফসল
রয়েছে হৃদয় জুড়ে সকল
বাড়ছে নিজ গতিতে হলেও তিলতিল।
হ্যাঁ অগাধ মত পার্থক্যের মধ্যে
এই একটা ব্যাপারে জীবন যুদ্ধে
তার সাথে আমার আবার পাই প্রচুর মিল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।