দেখা হবে
- আরিফুল হক দ্বীপ

দেখা হবে ধানের ক্ষেত,
মত্ত মলয়ভরা হাওরের তীর
দেখা হবে চৈত্র্যের ক্লান্ত দুপুর,
দূরে রাখাল বাজায় বাঁশি-
অবসাদহীন চরে।
দেখা হবে রাত্রির পেটে জোনাকীর নৃত্য,
ফোটার অপেক্ষায় বকুল
দেখা হবে উদাস ঘুঘু কড়ইয়ের ডালে,
প্রিয়াকে পাবার ব্যকুলতা।
আর দেখা হবে-
মোর প্রিয়তমার চিবুকের তিল,
মাঠের শেষে নির্জন সেই বটের ছায়ে
সে আসবে,কথা দিয়েছে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৪-০৬-২০১৫ ২১:৩৫ মিঃ

অপূর্ব লাগলো