দীর্ঘশ্বাস
- আরিফুল হক দ্বীপ

কি খুঁজছো?
.................আমার কানের দুল,নাক ফুল
ক্ষমা করে দিয়ো,
করেই থাকি যদি ভুল।

কি খুঁজছো?
..................আমার শাড়ি,বুকের বসন
থাক তবে থাক,
চাইবো না তোমার মন।

কি খুঁজছো?
.................আমার ফুলতোলা সেই অন্তর্বাস
বলবো না কিছুই,
আমার আছে শুধুই দীর্ঘশ্বাস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

১০-০৬-২০১৫ ১৯:৪১ মিঃ

অসংখ্য ধন্যবাদ কবি faijus salehin ভাই,,

০৬-০৬-২০১৫ ০৭:২৭ মিঃ

দারুণ লিখেছেন কবি।

০৪-০৬-২০১৫ ২১:৫৪ মিঃ

প্রতীকী কবিতা।দেশকে আমি প্রচন্ড ভালোবাসি।অথচ দেশের রাজনীতি প্রশাসন আমাকেই দোষীসাব্যস্ত করে অন্ধের মতো না দেখে-আমার প্রতিবাদের ভাষা নেই,চুপ করে থাকতে হয়।শুধু খানিক দীর্ঘশ্বাস ছাড়া কোন কিছুই বলার নেই আমার।