মহুয়া
- মাহাবুব আলম

মহুয়া.......................
আঁধার গাঁয়ে বানানো বড় ইমারতের
চার তলায় তার বাস ।
পাগলি মহুয়া, গাঁয়ের মেঠোপথের
দুরন্ত মহুয়া ।
আজ ক্ষুধার্ত নরকের প্রাপ্তি ঘটায় ।
কতো কাল ধরে কতো ক্লান্তির লোনা ঘাম
তার ধূসর আঁচলে মুছে গেছে ।
আজ সে নিজেই ক্লান্ত, পরিশ্রান্ত ।
ছোট বেলায় তার দুরন্তপনার জন্য
মা রেগে গিয়ে বলেছিলেন,
"তর কি শইলডা ইট্টুও জিরান চায়না?"
আজ তারই সন্ধানে অবিচল মহুয়া ।
নিঃশ্বাসে নিঃশ্বাসে তার,
স্বস্তি পাওয়ার তৃষ্ণা বারবার
ডুকরে ডুকরে কাঁদে ।
তার নিঃস্ব দুটি চোখে
আজ তন্দ্রার ঢেউ যত বাধ ভাঙ্গে ।
বিকট শব্দে তার স্বর্ণ স্বপন চুরমার,
পালিয়ে বেড়াই যত আকাঙ্খা আর
তিলে তিলে গড়া শত সাধের বাসনা গুলো ।
পৃথিবীর যত ঘাতক পিপাসা
তারই কাছে পায় নির্মল সলিলে তৈরি
প্রাণ জুড়ানো সুমধুর সরবত ।
তবু ভাবি.....
এই মহুয়া পেয়েছে যত রাবণের শাপ,
যতখানি দিয়েছে সে_
অবচেতন সমাজের শূন্য গর্ভে,
ঠিক ততখানি............!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।