কুঞ্জপরী
- মাহাবুব আলম
নির্মল নিশীতিথী যায় ভাসি
সখি যায় অকারণ তার বাহাদুরি,
নিন্দা শামুক সাঁজে সরল হয়ে
জাগিয়া উঠিলো যেনো ব্যর্থ তরী ।
নাচের তালে তালে সাধের জলসা যেনো
তড়ায়ে উঠিলো ফের কুঞ্জ কোণে
মর্ত্য বাসনা সবই আসিয়া ফিরিলো
জাগিয়া ধরিলো গান সবল প্রাণে ।
নিঃশ্বাসে নব নদী জাগায় বাসনা
আহা! আর কত সরল বাধন সখি
আজ মেটাও কামনা ।
থরথর বন্দিসে ঝরনারো ঢাল ঘেষে
বাহারি সবুজ রাণী দিবসে যে জাগিবে,
কুর্ণিশ হরিয়া প্রাণ বাছাও তিথীর মান
অমল এ নিশি কাঁদে তোমারি অভাবে ।
ঐ দুর দুরবাসে চন্দ্র ছাতক
তোমার তন্দ্রা তারে দিয়াছে ব্যাথা,
অবসাদহীন হয়ে জাগিয়া তাহারই তরে_
দুর্দম হও ওগো নতুন রবে
ফোটাও কানন তরে তোমার বারতা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।