ত্যাগী
- পথিক সুজন
"ত্যাগী"
--------সুজন হোসাইন
১
পৃথিবী আমার বসত বাড়ি;চুর্থদিক খোলা
গ্রাম পঞ্চায়েতে দিব্যি চলে ভাগ্যের খেলা
ছিল অভাগার কত কিছু
সমাজ নীতি লাগলো পিছু
ছাড়তে'হবে সবি যাবে না কিছু'ই বলা ।
২
তোমাদের আছে বহুতল অট্টালিকা সুখ যে
ভারি
ছোট্ট কুঁড়ে ঘর ছিল আমার তাও নিলে কাড়ি
থাকার একটু জায়গা চাই
কোনো খানে যে নাহি পাই
সব হারিয়ে মায়া ভুলে অজানায় ধরেছি পাড়ি ।
৩
শুর্ভ্র কফিনে ঢাকুক দেহ কাটুক জীবন সুখে
শুকুন চিলের খাদ্য আমি মরছি ধুঁকে-ধুঁকে
থাক ঐ সব তোমাদের
জীবন চলছে তো মোদের
বাস্তু ত্যাগে অনুতপ্ত ন'ই;সাহস ভরা বুকে ।
03/06/15
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।