ঋণ
- পথিক সুজন

ঋণ
--
-----সুজন হোসাইন
--
বাজান এহন যে উঠোন লাগে
নিশি রাইতের পোকা গুইলা
হামাগো ক'ইয়া দিতাছে ;এই
ঘর যে ছাড়ন লাগবে চিরতরে ।
---
ওঠ বাজান---আর দেরি করিস না ।
ঐ পুবের সূর্য্য ওঠার আগেই যে
হামাগো এই গাঁও ছাড়ন লাগবে ।
---
ক্যান যামু বা-জা-ন----কি হ'ইছে হামাগো
কিসের লাইগা যামু হামরা----- ?
তুই বুঝবি না রে বা-জা-ন----
---
এই ভিঁটা-মাটি তোর দাদায় যে
মাতবরের কাছে বন্ধক রাখিছিল--
তুই হ'ওনের সময়------- ।
সেই দেনা দেওন হয় নাই রে বাজান ।
সেই দেনা এহন বেড়ে এই ভিঁটা-
মাটি হ'ইয়া গ্যাছে রে বা-জা-ন ।
---
মাতবরের সাধ জাগিছে ---সে
ফুলের বাগান করিবে এই ভিঁটায় ।
ওঠ বা-জা-ন-- আর দেরি করিস না
এহনি বুঝি ফজরে আইযান দিবে ---।
---
বড় সাধ ছিল রে বাজান বাপ-দাদার
ভিঁটা-মাটি আগলাইয়া রাখিমু---
সেই সাধ আর পুরা হ'ইলো না ।
চল বা-জা-ন--ঋণের দায়ে ঘর ছাইড়া
পারিস যদি কোন্ দিন কিন্ন্যা নিস আইসা ।
---
05/06


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।