একেলা পথিক
- পথিক সুজন
একেলা পথিক
---
-----সুজন হোসাইন
---
অসময়ে ঝরে যায় বাদলো বরষা
পথে-ঘাটে নাহি বুঝি কোনো ভরসা ।
চৈতির আজি খর-ঝর মরমর দিনে
ডুবিতেছে গগন কালো-কালো মেঘে ।
কেমনে চলিবে পথ পথিক একেলা
চারিপাশ বৈশাখী ঝড় করিতেছে খেলা ।
শূণ্য নদী,খালি তরী,ধূ-ধূ করে ঘাট
দেখা যায় অদূরে বাঁকা পথের বাঁট ।
কোথায় গেল আজি কোকিলের ডাক
আকাশে উড়িতেছে শুকনো পাতার ঝাঁক ।
আসিতেছে ধেঁয়ে পশ্চিমের ঘন ঝড়
কাঁপিতেছে ঘর-বাড়ি উঠোনে থর-থর ।
কেমনে চলিবে পথ পথিক একেলা
চারিপাশ বৈশাখী ঝড় করিতেছে খেলা ।
কাহারে সুধায় আমি কাহারে যে কই
পথে-ঘাটে কাঁদা পানি তা থৈই-থৈই
প্রকৃতি মাঝে বহিতেছে আজ বৈশাখী বাও
একেলা পথিক পথের মাঝে যাও নিয়ে যাও ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।