আর বেশিদিন নয় মনে হয়
- অরুণ কারফা

আর বেশিদিন নয় মনে হয়

বর্ষার ঝাঁপি দেখাবে প্রলয়

সবুজ বনানী তার অভিমানী

রূপখানি নিয়ে ব্যস্ত যেভাবে

বরষ তাতে ইতিরেখা টানতে

পরশ আপন গুটিয়ে আনবে ।



মেঘেরা হাসছে কখনো কাঁদছে

হাসছে যখন খুশীতে ভাসছে

কাঁদলে তাদের আবারো চাঁদের

অভাবে মনে হয় উতলা তারা

এমন কালে ভাটিয়ালী বাউলে

মিলে মিশে নামছে সজল ধারা।



ঝিরিঝিরিযখনবৃষ্টিপড়ে

থিরিথিরিতখনবাতাসনড়ে

বনে বাদাড়ে শ্রাবনেওআষাঢ়ে

চমক তুলে সর্বস্ব ভুলে

তাল তমাল কদম্বর ডাল

কেঁপে ওঠে যেন শিহরণে দলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।