আজিকার এই বরষে
- তানজির উদ্দিন

আজিকার রঙে রং খেলিলে অঝর ধারায়
আজিকার থৈ থৈ জল অতল জলের ধারায়
নামে বরষ হাসি এলোকেশী মেঘ বরষ মেয়ে
ঘট ভারা লাবণ্যে তাহার এবার আসে নেয়ে ।
সিক্ত রঙিলে রংধনুর পরশে
মন যায় এলোকেশে
মেঘ মেয়ে
আজিকার এ বরষে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।