আশাদের পথ মাড়াই না আর.....
- কাজী ফাতেমা ছবি
কেউ বলে আশাদের মনে জিইয়ে রাখো!
হতাশায় হয়ো না অভ্যস্ত;
এক যুগের এক ভাগে আশারা ভেসে বেড়াত আকাশে;
আকাশচুম্বি আশার স্বপ্ন ছোঁয়ার আশায়
দৌঁড়িয়েছি পিছু পিছু…
ধরা দেয় নি;
আশারা উড়ে উড়ে যায় অচেনায়;
দ্বিতীয় ভাগে কিঞ্ছিত ধরে রেখেছি বক্ষ মাঝারে..
দৌঁড়াইনি পিছন;
তবে আশাদের পথ চেয়ে থেকেছি
যদি অকষ্মাৎ আশারা ভুল করে আসে দুয়ারে,
কখনো আসেনি এরা আমার আঙ্গিনায়;
নাড়েনি কড়া;
উল্লাসে মাতেনি কভু বাড়িতে আমার।
যুগের শেষ ভাগে এসে আর ওদের পথ মাড়াইনি..
আশার পথে হতাশা বাসা বেঁধেছে যুগ আগে..
বরন করেছি হতাশা,
এখানেই আমার আনন্দ, দু:খ কষ্ট সব..
অতএব, আমাকে আর আশার পথ দেখিও না।
ওই পথে আমি আর হাঁটব না কষ্মিন কালেও।
(25 December 2013)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।