এ যুগের শিশুরা......
- কাজী ফাতেমা ছবি
একদা বিকেল বেলা মাঠ জুড়ে করতো হইচই
এই সময় বিকেলের শিশুরা উধাও হলো কই?
শুনছি! শিশুরা সব থাকে একা ঘরের কোণে
মোবাইল-এ ডাউনলোডে থাকে গেমস জোনে।
মাঠের খেলা সকল, স্ক্রীনে খেলে টাচ কী বোর্ডে
ক্রিকেট ফুটবল এমনকি ফাইটও চলে সোর্ডে।
মুখ লুকায় ঘরের কোণে জড়তা মনের মাঝে
কে কি বলল পাছে তাইতো তাদের ভয় সব কাজে।
(8 December 2014 )
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।