» এই মেঘ এই রোদ্দুর.....(৪)
- কাজী ফাতেমা ছবি
ভেবেছো কি হুম!
হারাম করছো ঘুম,
আমি খুব সস্তা
বেক্কেলের বস্তা…!!!
বারবার বলে যাচ্ছ যা তা
উফ্ ঠিক থাকছেনা তো মাথা।
যব তব অপমানের তকমায়
ভালবাস! ভুলি লহমায়..!
এত এত অনুশাসন
কথায় কথায় ছাড়ো ভাসন;
এতে বারণ ওতে বারণ
আবার রাগ কারণ অকারণ;
ফিরে আসি বলে
পড়েছি কি জলে…?
গেছি বুঝি পঁচে
কতো আর মন রোচে…?
বুঝেও বুঝো না
মনটারে খুঁজো না;
তাই বুঝি বার বার ক্ষেপিয়ে
ভালবাসা নেই মাপিয়ে…
ভেবে বসো না বেহায়া
মাড়াব না তোমার ছায়া…
বার বার আমি আসব ফিরে
চারপাশ তোমার রাখব ঘিরে
তোমার মনের রঙ আঙ্গিনায়
রোদ্দুর হব কানায় কানায়।
বরফ ঠান্ডা সকাল বেলা
উঠোন জুড়ে রোদের মেলা..
উম নিবো চলো; নয় দেরি
সাথে থাকবে টম এন জেরী,
জ্বলি যদি রোদের তাপে;
মাথা গরম অধিক ভাপে,
মেঘ হয়ে; দিয়ো গো ছায়া
বৃষ্টির ছোঁয়ায় দিয়ো মায়া।
নিয়ে তোমার আমার সুখ দুখ
সদা থাকব যে হাসি মুখ;
নয় ঝগড়া বিরহ বিধূর
জীবন তো এই মেঘ এই রোদ্দুর।
(13 January 2014)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১০-০৬-২০১৫ ১১:৩৩ মিঃ
অনেক সুন্দর! মুদ্ধ হলাম। হুম, হবিগঞ্জের কবি। আমাকে ফেইচবুকে পাবেন www.facebook.com/soman701750

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।