হাইকু-(১-১০)
- কাজী ফাতেমা ছবি

১।
তুমি যা দিবে
সবই নিবো আজ
কবিতা দিবে?

২।
ফুল দিবে কি
ফুলই খাবো আজ
মন নিবে কি?

৩।
কথা বললে
ভাল লাগে-তোমার
সাথে চললে।

৪।
যেও না ছেড়ে
পাশে না-ই থাকলে
ফেলোনা ছুঁড়ে।

৫। মন জিনিস
যায় নাতো দেওয়া
যদি না নিস।

৬।
সব আবার
খাওয়াও যায় না
তুচ্ছ খাবার ।

৭। কবিতা লিখো
শুধু আমার জন্য
আজই লিখো।

৮।
শুধাইও না
আজ কেন লিখবে!
কবিতা খাবো।

৯।
মন ভাল কি-
মন্দ জানি না তো
তুমি জান কি?

১০।
মন দেইনি…
নেইনি, কখনো যে
মন পাইনি!!!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।