পাশাপাশি রই শেষ পর্যন্ত (হাইকু).
- কাজী ফাতেমা ছবি

এমন করে
কেন যে তুমি ফের
যাও গো দূরে।

মনে কি আছে
বলো? করোনা দের
আস না কাছে!

কি অভিমানে
এট্টু করে যে দুরে
কিসের টানে..

কিসের নেশা
ধরেছে তোমায় রে
কিসের তৃষা….

তোমার জাগে
মন গভীরে? জানতে
যে ইচ্ছে জাগে।

ভুলে সকল
মান, কাছে টেনে নি
মন দখল।

মনের মাঝে
তুমি, তোমার মনে
সকল কাজে…

থাকবো আমি
কিগো, বলো এ ক্ষণে
একটু থামি।

ভালবাসায়
মাখামাখি দু প্রাণ
নব আশায়..

দুজন মিলে
নেই জীবন ঘ্রাণ
শেষ পর্যন্ত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।