হাইকু-(১১-২০)
- কাজী ফাতেমা ছবি
১১।
নীতিরা উড়ে
বাংলার আকাশে
বৈশাখী ঝড়ে।
১২।
মিথ্যায় ছায়
আমার এই দেশে
কার কি দায়!
১৩।
অশুদ্ধতায়
জীবন শেষ হলো
কুবুদ্ধিতায়।
১৪।
জীবন যাচ্ছে
ফুরিয়ে জানে সবে
আরো যে চাচ্ছে।
১৫।
কবরে রেখে পা
তবু মিথ্যার পিছু
জ্বলে যায় গা।
১৬।
সময় যায়
একটু করে চলে
ধরা না যায়।
১৭।
ঘটনা রটে
আংশিক সত্যও
হয়রে বটে।
১৮।
অভিনয়ে সে
বড় পটু দেখছি
মুচকি হাসে।
১৯।
ভালবাসতে যে
সমমনা দু মন
মনের মতো।
২০।
জীবনখানা
কেমন জানি টলে
কষ্টের হানা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।