হাইকু-(৪১-৫০)
- কাজী ফাতেমা ছবি

৪১।
এত গরম
গ্রীষ্মের তাপে পুড়ি
কষ্ট চরম।

৪২।
বাতাস নেই
প্রকৃতি উদাসীন
কেমনে সই।

৪৩।
মন তৃষ্ণার্থ
গলা শুকিয়ে কাঠ
শুকিয়ে মর্ত্য।

৪৪।
প্রার্থনা মোর
বৃষ্টি পড়ে খুলোক
আকাশ দোর।

৪৫।
মন ভিজাবো
বৃষ্টিরে আয় জলে
অঙ্গ সাজাবো।

৪৬।
এমন দিনে
হাঁসফাঁস সময়
রোদ আগুনে।

৪৭।
রোদের তেজে
পুড়িয়ে মারে, মরি
রোদের ঝাঁঝে।

৪৮।
গোমট বায়
আতংক মনেতে
কি যেনো হয়।

৪৯।
বুঝি না হায়
প্রকৃতির খেলাটা
বুঝাও দায়।

৫০।
বৃষ্টি আসুক
অঝোরে ঝরে পড়ে
মর্ত্য ভাসুক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।