মানুষ হয়েই....
- সৌম্যকান্তি চক্রবর্তী

মানুষ হয়েই জন্ম নিলাম ,
মানুষ হয়েই থাকলাম না !
মানুষরুপী হ'লাম শুধু -
মান , হুঁশটাই রাখলাম না !

বিবেকটাকেই ফেলে এলাম --
আবেগময় বাজারে !
নিঃস্ব হ'লাম , রিক্ত হ'লাম
হুঁশটা ও গেল আহা রে !

মানুষগুলো ও চিনে নিলাম
মানুষগুলোর কাতারে ,
বানিয়ে গেলাম বিচার
আর অবিচারের খাতারে !

নিজের বিচার করিনি তো !
বিচার করি অপরের !
তাই তো আত্মবিশ্লেষণের
দায় পড়েছে হৃদয়ের !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।