প্রভাতের সূর্য হাসি
- তানজির উদ্দিন

প্রভাতবেলার সূর্য হাসি দেখো
জুড়ালে ঐ কাননে
খেলিলে কত খেলারপাখি দেখো
জাগিলে ঐ কাননে ।
জাগিলে কাননে পুষ্পজ্যোতি
মন নাচিলে নাহি গতি
এবার দেখো ঐ দূর গগনে
নাবিলে উন্মত্ত গানে
এ বরষার প্রথম প্রভাতবেলায়
হাসি
এ বরষার এ বেলায় আসি আসি
ওরে দেখো কতজনে আসি ফিরে গেলে
কোন এক কালে কোন এক বেলায় ।
দেখো আজ আর নাহি কেহ তবু সূর্য হাসি
দেখো সূর্য হাসি একলায় অবেলায় হেলায়
দেখো ,
আজ পবন খেলায় মত্ত রজনীর শেষ গানে
মত্ত হইলে বুঝি কোন কালে বেসুরো গানে ?
দেখো প্রভাত খেলে অকাল চরে বেভোল বাঁশী
বাজায়ে
দেখো সূর্য হাসে যামিনীর বিদায়ে বাজায়ে বাঁশী
এ বিদায়ে -
নাহি নাহি নাহি নাহি !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।