ঐ যে ঐ নদীর বাঁকে
- অরুণ কারফা
ঐ যে ঐ নদীর বাঁকে
যখনি তার মাথায় আসে
সেখানে বসে ছবি আঁকে
যার ছবি তার মনে বসে
যা ধরা দেয় তার দুচোখে
হোক প্রভাতে দিনের শেষে
ভাবনার মাঝে ফাঁকে ফাঁকে
থাকুক ঘাসে বা সে আকাশে।
ঐ যে ঐ নদীর বাঁকে
সেখানে কেউ নিত্য আসে
সময় পেলে কথার ফাঁকে
যে ছবি তার চিত্তে বসে
উচ্চদরে বায়না হাঁকে
না পারলেও নিজে আঁকতে
রাখবে আঁকা সাজিয়ে তাকে
তারে চিত্তে ধরে রাখতে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।