ধূষর খেলার মাঠ
- রফিকুল ইসলাম রফিক
জানার আদলেই হয় অজানার মান
কিছু তার জ্বলজ্বলে কিছুটা গোপন
জীবন তবুও দেখে নতুন স্বপন
অজ্ঞাত বলেই বাজে জীবনের গান।
পৃথিবী জানতো যদি কী মেয়াদ তার
থেমে যেতো তানপুরা উঠতো না সুর
জীবনের গতিপথ আর নেই দূর
জীবন স্হবির হতো চলতো না আর।
করুণাময়ের খেলা বুঝা ভারি দায়
নাচের পতুল হয়ে সৃষ্টিরা নাচে
ধূষর খেলার মাঠে খেলা করে বাঁচে
উন্মুক্ত জীবন মাঠে হাসি ও কান্নায়।
জানা আর অজানার এই দোলাচলে
সবকিছু ঠিকঠাক তবুও তো চলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।