ঝরে বৃষ্টি ঝরে
- আরিফুল হক দ্বীপ
আজ ঝরে বৃষ্টি ঝরে
তবু কেউ নেই তারা ঘরে
আষাঢ় দুয়ারে-
ভিজে ভিজে ওরা
কাটে ঘাস মাঠে,
তাড়া নেই ফিরে বাটে।
কৃষাণ বধূ শাক তুলে
হেঁটে যায় আল ঘেঁষে
বাতাসে তার আঁচল দুলে।
কি হরষে-
নেচে ওঠে কাঁকন সোনার করে
আজ ঝরে বৃষ্টি ঝরে
চারিদিক আঁধার করে।।
১১/৬/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।