একটি কবিতা Barbed Wire কবি Bianca Hazenberg
- রফিকুল ইসলাম রফিক

সৃষ্টির সেরা জীব এই মানুষ। তাই তার চিন্তা চেতনাও সেরা।অন্য জীবের থেকে আলাদা। তেমনি এক শ্রেষ্ঠ চেতনা সমৃদ্ধ কবিতা কবি বিয়াংকা হাজেনবারগ এর "বারবেড ওয়ার "।
জীবন চলার পথে অসংখ্য সমস্যা আসে।সেগুলিকে মোকাবিলা করেই চলতে হয় মানুষকে। মানুষ তা করেও। বাস্তবের কষাঘাতে রক্তাক্ত হয় মানুষের জীবন শরীর।সেই অবস্হা দক্ষতার সংগে মোকাবিলা করে ভুলে যেতে হয় সাময়িক সেই যন্ত্রনা। তবেই সম্ভব হবে সুসুন্দর জীবনের বেলাভূমিতে পৌঁছানো, অস্তমিত সুর্যের অপরূপ শোভা অবলোকন। মানুষ যদি পার্থিব স্বার্থ সম্বলিত চিন্তা ভুলে একটি অন্যরকম জগৎ সৃষ্টি করতে পারে নিজের আত্মার ভেতর - সে উপলব্ধি করতে সক্ষম হয় সৃষ্টির অপার মহিমা।তার আত্মায় আসে প্রকৃত শান্তি। উপশোমিত হয় সকল ব্যথা, যন্ত্রনা।
মহা সত্য স্রষ্টা এবং তার সৃষ্টি। সেখানেই সকল সুখ। অন্য কোথাও নাই। এমনি এক অসাধারণ উন্নত চেতনা সমৃদ্ধ কবিতা, এই বারবেড ওয়ার।কবিতায় কবি বলেন -
I thread the beads with magic
feel myself in my element in silence
hear the godwits in the field
আমি সেই জাদুকরি জপমালা জপ করি
অতি সঙ্গোপনে - আমার আত্মার ভেতর
সুখ অনুভব করি ; শুনতে পাই মহা শক্তিধরের অফুরন্ত শক্তির ধ্বনি।
আস্তিকবাদী কবি নিজেকে নিবেদন করেছেন মহান স্রষ্টার কাছে। এবং সেখানেই তিনি খুঁজে পেয়েছেন সর্ব সুখ। তাই তো কবি বলেন -
I'm looking for my road to truth
barbed wire will not stop me
to experience the beauty of nature.
আমি আমার সত্যের পথে, দৃষ্টি নিবদ্ধ করে চলতে থাকি
পার্থিব কোন জঞ্জাল আমাকে থামাতে পারে না
সৃষ্টির অপার সৌন্দর্য অবলোকনের অভিজ্ঞতা হতে।
অনুবাদসহ মূল কবিতাটি দেয়া হলো।
পার্থিব জঞ্জাল
অনুবাদ -রফিকুল ইসলাম রফিক
আমি জীবনের স্বাদ অনুভব করি
যদিও কখনো বাস্তবের কষাঘাত আমাকে আঘাত করে
এবং আমার দেহের রক্তাক্ত চর্ম দৃশ্যমান হয়।

আমি দ্রুত পৌঁছে যাই জীবন সমুদ্রের বেলাভূমিতে
এবং অবলোকন করি অস্তমিত সূর্যের অপার মহিমা
আমার আত্মায় প্রশান্তির প্রলেপ পড়ে
সকল ব্যথা উপশোমিত হয়।

আমি সেই জাদুকরি জপমালা জপ করি
অতি সঙ্গোপনে- আমার আত্মার ভেতর
সুখ অনুভব করি ; শুনতে পাই মহাশক্তিধরের
অফুরন্ত শক্তির ধ্বনি।

আমি আমার সত্যের পথে দৃষ্টি নিবদ্ধ করে চলতে থাকি
পার্থিব কোন জঞ্জাল আমাকে থামাতে পারে না
সৃ্ষ্টির অপার সৌন্দর্য অবলোকনের অভিজ্ঞতা হতে।

মূল কবিতা
Barbed wire
.......Bianca Hazenberg
I tast the moisture of life
sometimes the whip cracks on my shoulders
and the red welts are visible

I gallop on beaches
and see the sun sink into the sea
the peace brings me healing

I thread the beads with magic
feel myself in my element in silence
hear the godwits in the field

I 'm looking for my road to truth
barbed wire will not stop me
to experience the beauty of nature.

রফিকুল ইসলাম রফিক
ফোন নং- ০১৭১৮০৮৩৮৬৩।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।