পরিবর্তন
- আরিফুল হক দ্বীপ
আজ চলে যাবো হঠাৎ এই বাসা ছেড়ে
চাকুরী জুটেছে নূতন;
ম্যডামকে শুনাতেই তার মুখে যেন
শ্বশান ধরেছে ঘিরে।
চোখের কোণে জল,
হকচকিয়ে উঠি
বিষিয়ে যারে তুলেছি এ-কদিন,
বল মেরে
ইভ টিজিংয়ে;
কিংবা ছাদে শুকোতে দেয়া অন্তর্বাসে-
ভালোবাসার মেসেজ হাতে নিয়ে
দুষ্টুমির উর্দ্ধাকাশে উড়েছি এতোদিন।
সেই তেজি স্বর,
সেই দ্রোহ-
কিংবা কঠিন ক্রোধের পলেস্তারা হঠাৎ
কোথায় পড়লগো তার খসে?
ছোট্ট ছেলেটি তার এপাশ ওপাশ করে,
পলক পড়ে নাকো সুন্দরী লতার।
শুধু একবার হাত ধরে বললো মলিন গলায়,-
'ভালো থেকো,একদিন এসো-'
সেই রোদেলা নারীর সহসা নিভে যাওয়া আগুনে
আমিও কেমন যাই,বোবা হয়ে যাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।