রজনী ফিরে গেলে , দিদি
- তানজির উদ্দিন - দিদি
রজনীর অভিশাপ হারিয়েছে দূরে
এবার পথে নেমে এসো
দিদি
রজনী গত হইয়া এবার এ অন্দরে
বাজাইতেছে দূরের বাঁশী
দিদি
শুনহ্ আজ ক্ষুব্ধ রজনীর আঁধিয়ার বাঁশী নাই
ধীর চরনতলে লুটাইয়াছে প্রভাতের নব সূর্যোদয় ।
নামিলে পথে কত বাদক
বাদ্যনী বাজায়ে
থামিলে আর কত শত গান
যাহে পথে বিদায়ে
কত মরুর বক্ষভেদিয়া দেখো জাগিয়াছে ঊর্বশী সিংহাসন
আজ এসো দিদি খুঁজি ফিরি ফিরে চলি খুঁজিতে আপন আসন ।
কত ধ্যানী নিমগ্ন বসিয়া শরাসনে
কত রজনীর আঁধিয়ার বিভোর গানে
কত কাহিনী কত গান কত বাঁশী কত
কালান্তরে আসি ফিরে গিয়াছে কত ।
দেখো দূর পথের পরে
থামিয়াছে কত গান
থামিয়া লহরে ,
দেখো দূর পথের পরে
দেখিয়াছে কত প্রাণ
জীবনের সুরে
আজ
বাঁশী আছে যামিনী নাহি মোদের এ তল্লাটে
আজ
গান আছে উদয়ের আছে লহরী এ তল্লাটে
শুনো কান পাতি দূর গগণ পরে
মেঘেরা কানাকানি করি পুনঃ ফেরে
কহে
চলিয়া গিয়াছে রজনী দূর পথের শূন্যতায়
চলো আজি বেড়াই দিগম্বরের জটায় ।
হায় !
এখনো দেখলে না দিদি
এখনো দেখলে না !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।