দোর খোল দিদি
- তানজির উদ্দিন - দিদি
তপ্ত দিনের রুদ্ধ ডাক
হে কে হাঁকে আজ
ঝড়ো হাওয়ার রুদ্ধ করা অভিশাপ
দুয়ারে কপেটাঘাত , আজ
তাই
দূরের গান ফিরে গেছে বৃথাই আসি দ্বারে
দিদি দোর খোল ফিরে নাও তারে ঘরে ।
দেখো হেথা কত না বাদ্য বাজিছে অদূর দিনের তরে
দেখো কত না কোলাহল কল কল করিতেছে ঘরে বাহিরে ,
দোর খোল দিদি
ক্লান্ত দিনের রুদ্ধ ডাক ফুরাবে আজি
উঠিবে প্রলয়েতে মত্ত চিত্তের অধীরে বাজি ।
তপ্ত দিনের রুদ্ধ ডাক
হে কে হাঁকে আজ
ঝরিছে কাননে ফুলের উত্সবে মাতিয়া পুষ্পবৃষ্টি
নাচিয়াছে গানে ফুলপরী উত্সবের তরে দেখি পুষ্পবৃষ্টি
দিদি
দোর খোলে দাও আজি
রুদ্ধ হাঁক উঠিবে বাজি
তারপর কোন এক কালে তাহা ফিরিবে লয়ে তপ্ত নাভিশ্বাস
এ নহে অভিশাপ দিদি এ নহে অভিশাপ ।
নহে অভিশাপ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।