দিদি , কাঁপিছে নাওখানি
- তানজির উদ্দিন - দিদি
অকূল সায়রেতে ধাবিছে নাওখানি একলা
কেহ নাহি বুঝি আজ এ বুঝি অবেলা
নহে অবেলা নহে অবেলা
ফিরে এসো দিদি না করি হেলা
হেলায় কাটিয়াছ বহুপ্রহর থাকিয়া নীরবে , একলা
এবার রুদ্ধ কণ্ঠের হাঁক দিয়া চলো সায়রেতে এ বেলা ।
ভাঙ্গিছে উর্মি চলিতেছে নাও উড়িছে গগণে পাল
বাহিতেছে নাবিক , ক্লান্ত পথের তরে নাই বা গেল
দিদি
কাঁপিছে নাওখানি তরঙ্গ খেলায়
চলো বাহিয়া আজিকার বেলায় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।