এমন দিনে
- আরিফুল হক দ্বীপ
এমন দিনে ইচ্ছে করে
তোরে বুকে লয়ে
চলে যাই-
হাওয়ার পালকে চড়ে
ওই দূর স্বপ্ন ভুবনে,
বৃষ্টির ফুল,কদম্ব কাননে
বিজনে কেবল
তুই আর আমি।
টাপুর টুপুর বৃষ্টি ঝরে
শীতল ছোঁয়ায় গায়ে কাঁপন,
চা সিগারেটে আজ
উত্তাপ চায়না এ মন।
ইচ্ছে করে তোর মিষ্টি
ঠোঁটে সকাল সন্ধ্যে আজ
সারাদিন উত্তাপ নিবো।
১৫/৬/২০১৫
১ আষাঢ়,১৪২২
ময়মনসিংহ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।