পথিকের বেশ ছেড়ে চলো
- তানজির উদ্দিন - দিদি
সব বাঁশী থেমে গেলে
আজ পথের ধারে বসি
পথিক,
আজ তাই বিদায়ে গেলে
বারে বারে তাকায় ফিরে
বিদায়ের তরে হারায়ে যায়রে ।
অন্তিমের আর্শীবাদ তারে নাহি লইয়াছে ডাকি
আপন মনে ফিরে গিয়েছে সে পথিক আপনি হাঁকি
তাই
ও পথিকের বেশ না ধরে এখন খোলে দাও দ্বার তব ।
দিদি
পথিকের বেশ তপ্ত রৌদ্দুরে জ্বলিবে শেষে
কি লাভ লভিয়া আপন করিয়া যাও সে বেশে ,
শূন্য বেশ লও আজি আলিঙ্গনে
শূন্য বাঁশী লও আজি আপন মনে
তারপর বাজাও মনের সুখে আনন্দে আনন্দে
ডাক তারে সে পথিক রে গানের লহরও বন্ধনে ।
কতরাজ্য হারায়ে কত পথিক
রাস্তা হারিয়েছে ভুলে
কত বাঁশী হারায়ে কত রাখালী
মরিয়াছে আপনার ভুলে
বাদ্য জানে না তাই বাজাবে কেমনি
দিদি দেখি তুমি আজি বাজাও বাদ্যনী ।
লহরে লহরীত সুর লগ্নে লগ্নে উঠিবে বহুসুর
তারপর জাদুকরী বেশে পথিকের বেশ যবে বহুদূর
এথায় থাকিয়া কাঁদিবে কুলের পথিক
ধাবিবে নাক সে রাখালী
লইবে তুলি বাঁশী
আসিবে পুনঃ সে রাখালী
বাজায়ে মায়াবী বাঁশী
সে অনাগত দিনের তরে আজি
দিদি
চলো ফিরে যাই ফিরে যাই পথিকের বেশ ছাড়ি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।