তুমি শঙ্খমালা
- আরিফুল হক দ্বীপ
তুমি পরী নও,পরীকে যায় না ছোঁয়া
বাতাসে গন্ধ নেই।
তুমি শঙ্খমালা,
তোমাকে যায়যে ছোঁয়া
বাতাসে তোমার গন্ধ পাই।
তুমি পৃথিবীর সমস্ত মানবীদের-
চোখে জ্বলন্ত ঈর্ষা,
রুপ আছে;অথচ নেই সামান্য অহংকার।
তুমি হাসতে পারো,তুমি হাসাতে পারো
তবু পারো না তুমি কভু করতে ছল।
তুমি ভালোবাসতে পারো,ভালোবাসা শেখাতে পারো
দূর্ধর্ষ অমাবশ্যা রাত থেকে বাঁচাতে পারো,
শুধু পারো না দিতে কষ্ট
শোকের এক সমুদ্দুর জল।
তুমি পরী নও,পরী ভালোবাসতে জানে না
দূরে চলে যায়,
তুমি শঙ্খমালা,
যাও না কখনো ভুলে দূরে চলে
প্রান্তর ছেড়ে এক প্রেমিকের।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।