ভালোবাসার পঙক্তিমালা
- আরিফুল হক দ্বীপ

তুমি যদি বলতে,
ভালোবাসার সমুদ্র দেখতে চাও-
আমি দেখাতাম তোমায়।
এই বুকের দেয়াল ছিন্ন করে
উথাল পাথাল এক সমুদ্র।
ঢেউয়ের কাছে তার কান পেতে
শুনতে তখন তুমি;
অবিশ্রান্ত পাঠ করে যায় কোন্ সে কবি-
ভালোবাসার পঙক্তিমালা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।