চঞ্চল কিশোর হবো আবার
- আরিফুল হক দ্বীপ
যদি ঝড়ো হাওয়ার দুঃস্বপ্ন কোন রাতে
বসতি আমার যায় উড়ে
নিঃসঙ্গ কোন পাখির মতো
ক্লান্ত পাখনায়-
পড়ে থাকি এই চড়ে,
সন্ত্রস্তেরা বুকের ভেতর
কাঁপিয়ে যায় যদি নিরন্তর।
তখন আমায় উত্তাপ দিয়ো-
তোমার অন্তর্বাস করে রেখো আমায়
উষ্ণতা পাবো।
শীতের নির্জীব পত্রপল্লবে রোমাঞ্চের হবে আগমন
রোদের আলিঙ্গনে।
চঞ্চল কিশোর হবো আবার
আঙ্গিনা ধরে তোমার যাবো হেঁটে,
আবার বাজাবো উদাস বাঁশি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।