বাঁধ ভাঙ্গে রে ও ভাই
- তানজির উদ্দিন - দিদি

দিন দুপুরে উঠোন পরে
আলো ছায়ায় লুকোচুরে
বাধ ভাঙ্গে রে ও ভাই আনন্দ নাচে রে অঙ্গে অঙ্গে ।।

আজ ঊষার হাসি মত্ত হলে আলোকছটায়
পবন থেমে কয় আয় আয়
পথের বুড়ি পবন বুড়ি বটগাছটায় লুকায়
পা দোলায়ে কয় নাইরে নাই ।

উঁহ ,
বাঁধ ভাঙ্গে রে ও ভাই আনন্দ নাচেরে অঙ্গে অঙ্গে ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।