ভুল
- পথিক সুজন

ভুল
--
----সুজন হোসাইন
--
আজকাল সব ভুল হয় ----
বড় বেশি ভুল হয় ।
আকাশের রং বদলে কখন
যে এক পশলা বৃষ্টি ঝরে
পড়ল টের পাই নি ।
এখন আর আকাশ দেখতে
ভালো লাগে না আমার ।
তবুও ইচ্ছে হয় বৃষ্টির দুপুরে
জানালার ধারে বসি কিচুক্ষণ;
চায়ের কাপে চুমুক দিয়ে
তোমার দেয়া ডায়েরীর
পাতাগুলো উল্টে-উল্টে দেখি
পুরোনো কিছু কবিতা ।
কোথায় সে সাধ --!
সে তো মস্তিকের ভিতরে'ই
গুমরে কাঁদে;নীল সূর্য দেখার
সময় কোথায় পাবে ।
আজ ও বৃষ্টি পড়ে সেই সুরে
আজ ও কদমের শাখে
ফোঁটে ফুল সকাল দুপুরে----
তুমি নেই বলে'ই যেন
সব কিছুই শুধু ভুল মনে হয় ।
প্রতিক্ষণ শুধু ভুল হয়
বড়'ই ভুল হয় ।
---
16/06/15


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।