বর্ষার ধ্বনি
- সৌম্যকান্তি চক্রবর্তী

কান পেতে আমি
অবিরাম শুনি ..
ঝিরঝির রিমঝিম !
ঝরে পড়ে যায়
আজ বারিধারা ..
সুখ অপরিসীম !

গ্রীষ্মকালীন দাবদাহ
আর দৈহিক ক্লান্তির ,
অবসান হল ধরনীতে ..
হল সুখের শান্তিনীড় !
বজ্রপাতের শব্দে ও যেন ,
মনে জাগে না কো ভয় ..
প্রকৃতি আবার রসসিক্ত
হৃদয়ে জাগে অভয় !

বর্ষাকে তাই প্রাণ খুলে আজ
জানাই অভ্যর্থনা ....
তোমার ধ্বনি তোমার শ্রীরূপ
আমায় দিয়েছে প্রেরণা !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।