ভালোবাসলে
- আরিফুল হক দ্বীপ
ভালোবাসলে
প্রেমিকার শরীরের মন্দ গন্ধটিও
হয়ে যায় সতেজ বেলী ফুল,
ভালোবাসলে
বিবর্ণ রুপগুলো তার চোখে ভাসে-
বনলতা সেন অবিকল।
ভালোবাসলে
প্রিয়ার তনুর কালো রংটি যায় মুছে
দেখে ওখানে বিজলীর আগুন,
ভালোবাসলে
রিক্ত হাত মনে হয় তার
কতো মালঞ্চের প্লাবন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।