সঁপে নিই তোমায়
- আরিফুল হক দ্বীপ
তোমার নাকের নথ ছুঁয়ে বলি,
এ তোমার রুপের বিকাশ করেছে আকাশ চুম্বী
তুমি হেসে বললে,'তুমি সুন্দর কবিতায়
তোমার মননে-
আর শিল্পের চেতনায়।'
আমি বুকের মধ্যে সঁপে নিই তোমায়-
পরম মুগ্ধতায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।