দূর অচিন গাঁয়
- আরিফুল হক দ্বীপ

'ইস্ ছাড় এবার,দেখে যদি কেউ?'
'দেখুক না।
দুজনে সইবো অপবাদ
পড়বো না হয় কাঁটার মালা
ভয় কি গো পাও সখি?'
'এই আবদ্ধ সমাজ আর
শৃঙ্খলে বাঁধা সংসার।'
'যে সমাজ সভ্যতা তোমায়
পারে না দিতে মুক্তি
জর্জরিত সদা নির্যাতনে বঞ্চনায়
করো তারে সমীহ?'

'তবে চলো মাঝি,তোমার নায়ে
আমায় নিয়ে চলো ওগো-
ঐদূর অচিন গাঁয়ে।'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।