ছায়া
- আরিফুল হক দ্বীপ

'যদি অস্থির জনতা কোনো আমার বিরুদ্ধে
হুলিয়া করে জারি-
তুমিও কি যোগ দিবে সেই মিছিলে?'
.........'না,আমি ধরবো তোমার হাত
.........আর ভেসে বেড়াবো অনন্ত নীলে।'

'যদি ওই সম্মুখের পাহাড় নিষেধ করে তার
ঝর্ণাধারায় ভিজাতে আমার পদযুগল
কলুষিত হবো বলে,
তুমি তখন হাসবে কি আমার এই পতনে?'
.........'না আমি করবো না স্নান
.........সে অহমিকা ভরা পাহাড়ের বক্ষজলে।'

'যদি ঝড় এসে আমাকেই করে ছিনতাই
সমুদ্রের মধ্যিখানে যায় নিয়ে
তখন বলো তুমি কি অন্য কারো হাতটি ছুঁবে?'
.........'না,আমিও যাবো তোমার মতো
.........ঝড়ের পাখনায় ধরে দূর সমুদ্রে
.........মরবো তখন ডুবে।'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।