তোমাকে ছুঁবো
- আরিফুল হক দ্বীপ
তোমাকে ছুঁবো
........................কোথায়?
ঠোঁটে।
........................না,না,
.....এখানে ঢেউ আছে
.....তলিয়ে যাবে।
তোমাকে ছুঁবো
........................কোথায়?
স্তনে।
........................না,না,
.....এখানে গোলাপ আছে
.....কাঁটার আঘাত পাবে।
তোমাকে ছুঁবো
........................কোথায়?
অধোদেশে
........................না,না,
.....এখানে সর্প আছে
.....দংশিত হবে।
তোমাকে ছুঁবো
........................কোথায়?
হৃদয়ে
........................হ্যাঁ,হ্যাঁ,
.....তাই ছুঁইয়ো-
.....এখানে ভালোবাসা আছে
.....অনন্ত সুখ পাবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।