ব্যস্ত শিল্পী
- আরিফুল হক দ্বীপ
আজ যাকে বৃষ্টিতে ভিজতে দেখি
যাকে আজ লাগে উদাসীন কিশোরী
ভিজে জামায়-
শরীর গুছাতে নেই এতটুকু ব্যস্ততা,
যে আজ বিহঙ্গের মতো চায়ছে উড়তে
দুহাতের ডানায়,
ঔদাসীন্য স্তনের উঁকিঝুঁকি;
জামার ভিতর প্লাবিত যৌবন।
তাকে আজ লেগেছে ভালো,
তাকে আজ করি প্রিয়তমা
বুকের ক্যনভাসে রংতুলি হাতে বসে পড়ি,
আমি আজ এক ব্যস্ত শিল্পী।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।