বৈষম্যের হালখাতা
- রুদ্র রহমান

আবর্তনে হরমোন খুঁজে পাই -
সমাজের বামহাতি পাঁজরে ।
অশ্লীল জলের স্নান দেখেছি -
পথে -ঘাটের নিঠুর আস্তরনে ।
বৈঠকে কিছুই আসেনি -
সমাজের চোখে নেবা পড়েছে -
দাবার সাদা -কালো গুটি চিনতে
গুলিয়ে ফেলে সমূলে -
এ আর নতুনত্ব কী?
সজ্জিত সমাজের ফ্লেভারে
ফরমালিন ঝেঁকে ধরলে,
সকল কিছুই বৈষম্যের হালখাতায়
সমীক্ষায় আনয়ন করা হয় ....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।