বৃষ্টি
- আশরাফুন নাহার
বৃষ্টি আমার ঝুলবারান্দা একশো ধারায় নুপুর,
বর্ষা এলেই একটু থেমেই জলে ভাসায় দুপুর।
জুনের চোখেতে কাজল ভরেছে একলা ভাবছে কেতকী--
জলের নিশিরে সান্ত্বনা দিয়ে ভীনগ্রহে চলে যেত কি?
দুপুর গড়ায় আষাঢ় শ্রাবণ ফের কি আবার সে কাঁদে?
একটু করেই ভিজতে জলেতে
জোৎস্না লুকায় কি চাঁদে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।