মৃত
- আরিফুল হক দ্বীপ

নারী
যার আর্দ্র ঠোঁটের ঔরসে
জন্ম নিয়েছিলো একবার
ভালোবাসা আমার।
আমার কবিতার জগৎ
রঙ্গিন পেনে অহর্নিশি-
তাকে নীল আকাশে
ভাসিয়েছি হাওয়ায়-
অপ্সরা বেশে।
আজ তার জন্য আমার
বড় ঘৃণা হয়,
কাল সাপ পুষে মমতায় এতোকাল
যার ছোবলে রক্তাক্ত এ হাত,
যে হাতে এখন আর
লেখা হয় না
একটাও কবিতা ভালোবাসার।
যে মনে আজ অভিশাপ খেলে
প্রবল ক্রোধে-
নারী,তুমি আজ মৃত
আমার পৃথিবীতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।